ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

এইমাত্র পাওয়া: শেষ পর্যন্ত জানা গেলো উইন্ডিজের বিপক্ষে সাকিবের খেলা না খেলা নিয়ে আসল তথ্য

২০২১ জানুয়ারি ২৯ ১২:১৯:৫৭
এইমাত্র পাওয়া: শেষ পর্যন্ত জানা গেলো উইন্ডিজের বিপক্ষে সাকিবের খেলা না খেলা নিয়ে আসল তথ্য

উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান লাগে সাকিবের। ততক্ষণাৎ জাতীয় দলের ফিজিও তাঁকে প্রাথমিক চিকিৎসক দেন। তবুও স্বস্তি অনুভব না করায় ৪.৫ ওভার বল করেই মাঠ ছাড়েন তিনি। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, তাঁর কুঁচকির অবস্থা ভালো মনে হচ্ছে না।

বিসিবিও জানিয়েছিল, সাকিবকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। পরে সেটা বেড়ে ৪৮ ঘন্টা করা হয়। ফলে গতকাল (২৮ জানুয়ারি) তাঁর কুঁচকিতে স্ক্যান করানো হয়। যে কারণে বৃহস্পতিবার দলের অনুশীলনে ছিলেন না তিনি। স্ক্যান রিপোর্ট ভালো আসায় আগামী দুই-তিন দিনের মধ্যেই অনুশীলনে ফিরবেন সাকিব।

এ প্রসঙ্গে মনজুর বলেন, 'সাকিবের স্ক্যান রিপোর্ট পুরোপুরি ভালো। ব্যথা অনুভব করছেন না, কোনো সমস্যাও নেই, ছোটখাটো কোনো জটিলতাও নেই। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে তাই আপাতত শঙ্কা নেই। সতর্কতার কারণে আরেকটু সময় নেওয়া হতে পারে। আশা করি, ২-৩ দিনের মধ্যে তাকে অনুশীলনে দেখতে পাবেন।'

সদ্য সমাপ্ত এই সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব। তিন ম্যাচে ৫৬.৫ গড়ে ১১৩ রান করেছেন তিনি। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৬টি উইকেট। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। ঢাকায় ফিরে সিরিজের শেষ ম্যাচ ১১ ফেব্রুয়ারি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে