ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আইসিসিরি ওয়ানডে র‌্যাংকিং উল্টে পাল্টে দিলো টাইগার ক্রিকেটাররা, দেখেনিন সর্বশেষ তালিকা

২০২১ জানুয়ারি ২৬ ১৫:৫৪:৫২
আইসিসিরি ওয়ানডে র‌্যাংকিং উল্টে পাল্টে দিলো টাইগার ক্রিকেটাররা, দেখেনিন সর্বশেষ তালিকা

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় ১৭৭ রান করে। সর্বোচ্চ ৪৭ রান করে রোভমান পাওয়েল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেয় সাইফ উদ্দিন। এছাড়াও ১০ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মেহেদী মিরাজ। ২ টি মেডেন ওভার নেন তিনি।

গতকাল শেষ হওয়া ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করা ৫ ক্রিকেটার:-

১. পাওয়েল – ৩ ম্যাচ – ১১৬ রান – গড় ৩৮.৬৭ ২. বোনার – ৩ ম্যাচ – ৫১ রান – গড় ১৭ ৩. মায়েরস – ৩ ম্যাচ – ৫১ রান – গড় ১৭ ৪. মাহমুদ – ৩ ম্যাচ – ৪৫ রান – গড় ১৫ ৫. জোসেপ – ৩ ম্যাচ – ৩২ রান – গড় ১০.৬৬

গতকাল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।তবে চলুন দেখে নেই শীর্ষ ক্রিকেটারদের তালিকা।

১. বিরাট কোহলি – ৮৭০ পয়েন্ট ২. রোহিত শর্মা – ৮৪২ ৩. বাবর আজম – ৮৩৭ ৪. রস টেইলর -৮১৮

৫. অ্যারন ফিঞ্চ – ৭৯২ ৬. ডু প্লেসিস – ৭৯০ ৭. ডেভিড ওয়ার্নার -৭৭৩ ৮. কেন উইলিয়ামসন -৭৬৫ ৯. ডি কক – ৭৫৫ ১০. জনি বেয়ারেস্টো – ৭৫৪

এদিকে সদ্য শেষ হওয়া সিরিজে উন্নতি ঘটেছে বাংলাদেশী ব্যাটসম্যানদের। এগিয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থান মুশফিকের, ১৭ নাম্বারে আছেন তিনি।বোলিং এ এগিয়েছে সাকিব, মিরাজ ও মুস্তাফিজ। বোলারদের মধ্যে সেরা অবস্থানে মিরাজ, ১৩ তে আছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে