ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আজ একাই ৫০০ করলেন তামিম

২০২১ জানুয়ারি ২৫ ১৫:৩৫:৫৭
আজ একাই ৫০০ করলেন তামিম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে কোনো ব্যাটসম্যানের চেয়ে এখন সবচেয়ে বেশি রান সংগ্রাহক লোকাল বয় তামিম ইকবাল। আগেও সবার শীর্ষে ছিলেন তিনি। এবার এককভাবে ৫০০ পার হয়ে গেলেন তিনি। এই স্টেডিয়ামে ১৫ ম্যাচ খেলে ৪৩.১৫ গড়ে তামিম রান এখন ৫৬১।

চট্টগ্রামের মাঠে তামিমের চেয়ে বেশি সফল অবশ্য ইমরুল কায়েস। তিনি খেলেছেন কেবল ৯ ম্যাচ। ৫৩.২৫ গড়ে রান করেছেন ৪২৬। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৫৫.০০ গড়ে ৭ ম্যাচে এই মাঠে করেছেন ৩৩০ রান।

তিন নম্বরে রয়েছেন মুশফিকুর রহীম। আজ তিনি এই মাঠে করেছেন ৬৪ রান। সে হিসেবে এই মাঠে ১৭ ম্যাচে তিনি করেছেন ৪০৪ রান। ১৬ ম্যাচে সাকিব আল হাসানের রান ২৬৪।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে