ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: ক্রিকেট বিশ্বকে অবাক করে ৬ বলে নয় ৫ বলে ওভার শেষ করলেন মোস্তাফিজ

২০২১ জানুয়ারি ২২ ১৭:৫২:০৩
ব্রেকিং নিউজ: ক্রিকেট বিশ্বকে অবাক করে ৬ বলে নয় ৫ বলে ওভার শেষ করলেন মোস্তাফিজ

ঘটনা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ৪০তম ওভারের। মাত্র ১২০ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবীয়রা। তাদের শেষ উইকেট তুলে নেয়ার চেষ্টায় বোলিংয়ে আসেন মোস্তাফিজ। সেই ওভারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি পাওয়েল। তৃতীয় বলটি নো করে বসেন দ্য ফিজ, ফ্রি-হিট পায় ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু ফ্রি-হিট বলটি কাজে লাগাতে পারেননি পাওয়েল। এতে অবশ্য সমস্যা হয়নি। কেননা সেই ডেলিভারিটি আবার কোমর উচ্চতার নো করেন মোস্তাফিজ। ফলে আরও একটি ফ্রি-হিট পায় ক্যারিবীয়রা। এবার ২ রান নেন পাওয়েল। ফলে প্রথম তিন বলে আসে ৪ রান। এরপর বাকি থাকার কথা তিন বল। কিন্তু মোস্তাফিজ ২ বল করতেই ওভার শেষের ঘোষণা দেন আম্পায়ার। সে দুই বল ছিল ডট।

তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে দ্বন্দ্বে পড়ে যান সবাই। ওভার শেষ হওয়ার আগেই কেন চলে গেলেন মোস্তাফিজ? প্রেসবক্সে উপস্থিত স্কোরাররাও নিশ্চিত করেছেন, সে ওভারে পাঁচটি বলই করেছেন মোস্তাফিজ। স্কোরারদের ধারণা, ভুল করে পাঁচ বলে ওভার দিয়ে ফেলেছেন আম্পায়ার গাজী সোহেল। যেহেতু বাইরে থেকে বলে আম্পায়ারের এই ভুল শোধরানোর সুযোগ নেই, তাই পাঁচ বলেই শেষ করতে হয়েছে ওভারটি।

অবশ্য এমন পাঁচ বলে ওভারের ঘটনা এটাই প্রথম নয়। ২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া কমনওয়েলথ সিরিজে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বলে ওভার দিয়েছিলেন আম্পায়ার সাইমন ফ্রাই। অ্যাডিলেডে সেদিন ভারতের ইনিংসের ৩৮তম ওভারটি করছিলেন মালিঙ্গা। তিনি পাঁচ বল করতেই ওভারের ঘোষণা দেন আম্পায়ার ফ্রাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে