ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

শান্ত ৩ নাম্বারে নেমে ৯ বলে ১ রান করে আউট, ম্যাচ শেষে মুখ খুললেন সাকিব

২০২১ জানুয়ারি ২১ ১২:১৪:১০
শান্ত ৩ নাম্বারে নেমে ৯ বলে ১ রান করে আউট, ম্যাচ শেষে মুখ খুললেন সাকিব

সাকিব আল হাসান সাধারণত ব্যাটিং করে থাকেন ৩ নম্বর পজিশনে। বিশ্বকাপে সফলতাও পেয়েছেন এই পজিশনে থেকেই। তবে সিরিজ শুরুর আগে সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে চলেছে আলোচনা-সমালচনা।

হেড কোচ রাসেল ডোমিঙ্গোর পছন্দেই সাকিবের জায়গায় খেলানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে। প্রথম ম্যাচে অবশ্য ব্যর্থ ছিলেন শান্ত। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি।

এতদিন সাকিব ব্যাটিং পজিশন নিয়ে মুখ না খুললেও প্রথম ম্যাচ জয়ের পর তিন নম্বর পজিশন নিয়ে মুখ খুলেছেন এই অলরাউন্ডার।

ব্যাটিং পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সাকিব। সেই সাথে জানালেন ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তার কাছে মুখ্য।

সাকিব বলেন, ‘’দেখুন- কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমাদের সম্মান জানাতে হবে। আমি রাজি হই আর রাজি হই না সেটা বড় কথা না।

সবসময় দলের জন্য খেলার চেষ্টা করি। সবসময় আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জন বড় বলে মনে হয়। সেজন্য আমার মনে হয় না এটা বড় কোনো পার্থক্য তৈরি করবে।‘’

প্রথম ওয়ানডে ম্যাচে শান্তর বাট থেকে যে ১টি রান এসেছে সেই রান করতে তার মোকাবেলা করতে হয়েছে ৯টি বল।

তবে এক ম্যাচ দিয়েই একজন ব্যাটসম্যানকে বিচার করতে চান না সাকিব। সাকিব আশা প্রকাশ করেছেন ৩ নম্বরে শান্ত হয়ত ভালো করতে পারবেন।

সাকিবের ভাষ্য, ‘’আপনি কাউকে এক ম্যাচে যাচাই করতে পারবেন না। ও (তিন নম্বরে ব্যাটিং) করছে, আমি আশা করি ও ভালো করবে। এক বছর যেতে দিন, তারপর এই প্রশ্নটা করতে পারবেন। এক ম্যাচ পরেই না।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে