ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

সৌদি প্রবাসীদের দারুন সুখবর দিলো সে দেশের সরকার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ২০ ২০:১৮:১৩
সৌদি প্রবাসীদের দারুন সুখবর দিলো সে দেশের সরকার

ছুটিতে আটকে পড়া এবং ফেরত আসা মিলিয়ে বৈদেশিক কর্মসংস্থান খাতে প্রায় ১০ লাখ কর্মীর ঘাটতি নিয়ে শুরু হল নতুন বছর। এর মধ্যেও ভালো খবর হলো, অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গেলো বছরের একই সময়ের চেয়ে ৩৭ ভাগ বেশি। নানা সংকটের মাঝেও বড় সুখবর হলো এই প্রবাসী আয়।

এমন পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিচ্ছে নানা উদ্যোগ। প্রবাসী কর্মীদের পাঠানো অর্থের ৭০ ভাগই খরচ হয় দৈনন্দিন চাহিদা মেটাতে। শেষ পর্যন্ত সঞ্চয় থাকে না অধিকাংশের।

তাই এবার প্রবাসীদের জন্য বিশেষ সঞ্চয়ের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষা ফি শুরুতে সাড়ে তিন হাজার টাকা করা হয়। এরপর প্রবাসী কল্যাণমন্ত্রীর দুই দফায় চিঠি চালাচালিতে কমানো হয় ফি।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ৬ জানুয়ারি জাতীয় অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের জন্য নতুন সুখবর আসতে পারে বলেও আশা করছেন মন্ত্রী ইমরান আহমদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে