ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বলিউডে নেমে এলে শোকের ছায়া

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ১৭ ১৫:২১:০৯
বলিউডে নেমে এলে শোকের ছায়া

ফারহান আখতার, বরুণ শর্মার পাশাপাশি টিম ফুকরেও শোক প্রকাশ করে ওলানোকিয়াটানের মৃত্যুতে। আলি ফজল থেকে শুরু করে রিচা চাড্ডা, মনজোত সিং প্রত্যেকে ওলানোর পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে শুক্রবার সকালে মৃত্যু হয় বিগ বস ১৪-র ট্যালেন্ট ম্যানেজার পেস্তা ধাকড়ের। বিগ বসের উইকেন্ড কা ওয়ার এপিসোডের শুটিং করে ফেরার পথে আচমকাই দুর্ঘটনার মুখে পড়েন পেস্তা। স্কুটি থেকে পড়ে যাওয়ার পর, পিছন থেকে অন্য গাড়ি এসে ধাক্কা মারে পেস্তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বসের ঘরের ওই ট্যালেন্ট ম্যানেজারের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে