ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বিমান বাংলাদেশের যাত্রীদের বিশাল সুখবর দিলো টেলিটক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ১৫ ১৭:১৫:৫২
বিমান বাংলাদেশের যাত্রীদের বিশাল সুখবর দিলো টেলিটক

এ চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, টেলিটক বাংলাদেশ লি.-এর বাল্ক এসএমএস সেবা গ্রহণ করবে।

এই চুক্তির ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের বিমানের ফ্লাইটের সময় পরিবর্তন, বাতিলকৃত ফ্লাইটের তথ্য প্রদান, কোভিড-১৯ সম্পর্কিত তথ্য এবং অন্যান্য তথ্য সমূহ টেলিটক অপারেটরের সাহায্যে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

এছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দুইটি সক্ষমতা অনুযায়ী বিভিন্ন সেবা এক অপরকে প্রদানের প্রত্যয় ব্যক্ত করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনের উপস্থিতিতে টেলিটকের মার্কেটিং ও ভ্যাস বিভাগের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র রায় এবং বিমান বাংলাদেশের মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ