ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

হাবিবের ৩য় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুলেছেন ফেরদৌস ওয়াহিদ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ১২ ২৩:০৩:৫৯
হাবিবের ৩য় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুলেছেন ফেরদৌস ওয়াহিদ

এক প্রশ্নের জবাবে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি তো গ্রামে থাকি। এখানে নেটওয়ার্ক দুর্বল। আমি ‘ওয়াই-ফাই’ দিয়ে কথা বলি। ঢাকার সবার সঙ্গে আমার ওয়াই-ফাই দিয়ে কথা হয়। আমাকে হয়তো ওয়াই-ফাইয়ে পায়নি। গতকাল রাতে যখন পেল তখন আমাকে বলল, বাবা আমি বিয়ে করেছি।’

তিনি বলেন, ‘আমি উদার মানসিকতার। প্রত্যেক ব্যক্তির নিজস্ব জীবন পরিচালনার স্বাধীনতা রয়েছে। আমার ছেলে তার মতোই জীবন চালনা করবে। সে বিয়ে করেছে, আমি বলেছি তোমাদের জন্য শুভকামনা থাকবে। আমাকে সে কনে সম্পর্কে বিস্তারিত বলেছে। আমি আমার ছেলের জন্য দোয়া রেখেছি। কারও ব্যক্তিগত জীবনে আমি হস্তক্ষেপ করি না।’

মামনিয়াখ্যাত এই জনপ্রিয় কণ্ঠশিল্পী বলেন, ‘আমার ছেলের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তার ভালোমন্দ সে বুঝবে। সে নিশ্চই খারাপ কোনো সিদ্ধান্ত নেবে না। এখন আমি শুধু বলতে পারি, আপনারা আমার ছেলের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’

মঙ্গলবার (১২ জানুয়ারি) হাবিব তার ফেসবুকে বিয়ের খবর জানিয়ে লেখেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারাবিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে। ঈশ্বর মঙ্গল করুন।’ হাবিবের এই পোস্টের নিচে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

জানা গেছে, হাবিবের স্ত্রীর ডাক নাম শিফা। পারিবারিক নাম আফসানা চৌধুরী। হাবিব নিজেই তার বিয়ের খবর জানিয়েছেন। এটি তার তৃতীয় বিয়ে। হাবিবের স্ত্রী শিপা শোবিজের সঙ্গে জড়িয়ে আছেন। কাজ করেন মডেল হিসেবে। তিনি ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে