ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

উইন্ডিজের বিপক্ষে নতুন কৌশলে সাকিব

২০২১ জানুয়ারি ১২ ১২:২৭:৪৮
উইন্ডিজের বিপক্ষে নতুন কৌশলে সাকিব

সঙ্গে নিয়ে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স এনালাইসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনকে। সে সময় ওই নেটে বোলিং করছিলেন মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেনরাও। সাকিব বল করতেই শ্রীনি মোবাইল হাতে নিয়ে ছোট ছোট ভিডিও ধারণ করতে লাগলেন।

টানা ৬-৭টি ডেলিভারি করার পর সাকিব নিজেও ভিডিও দেখে কোথায় সমস্যা হচ্ছে তা বুঝতে চেষ্টা করছিলেন। দূর থেকে দেখে প্রথমে মনে হচ্ছিলো এই অলরাউন্ডার হয়তো তাঁর ল্যান্ডিং নিয়ে কোন কাজ করছেন। কিন্তু না, আসলে সাকিব চেষ্টা করছিলেন নতুন কোন এক ডেলিভারির।

যার সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও ইশারা-ইঙ্গিতে কিছুটা হলেও বোঝা গেলো। মধ্যাঙ্গুল, রিং ফিঙ্গার এবং কনিষ্ঠ আঙুলের ব্যবহারে নতুন কোন কিছু করার চেষ্টা করছিলেন তিনি। যেখানে রিং ফিঙ্গার হয়তো বড় ভূমিকা পালন করে। যা যেকোনো বাঁহাতি ব্যাটসম্যানকে বিপদে ফেলতে পারে।

যদিও এই বলগুলো অনুশীলন করার সময় শুরুর দুটি বল ফুল টস পরে। তিন নম্বর বলটি ব্যাটসম্যান অনায়েসে ড্রাইভ খেলেন। অন্য সাইডে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকেও কিছু বলতে দেখা যায় সাকিবকে।

এক পর্যায়ে এই ভারতীয়কে পেছনে টেনে নিয়ে সাকিব দেখাচ্ছিলেন কিভাবে বাঁহাতি ব্যাটসম্যান সামনে আগালে বলটি ভেতরে ঢুকতে পারে। সাকিবের এই নতুন অস্ত্রের কথা সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া পেলেও শ্রীনি ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'নতুন কিছু নিয়ে কাজ করছেন সাকিব। আপাতত এটাকে রহস্য রাখতে চাচ্ছি। এটা পুরোদমে আয়ত্তে না আসা পর্যন্ত খোলাসা করতে চাইছি না।'

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আবারও প্রত্যাবর্তন হতে যাচ্ছে সাকিবের। এক বছরের নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরলেও এবার দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন সাকিব। আর প্রত্যাবর্তনের সিরিজেই কি উইন্ডিজ ব্যাটসম্যানদের নতুন ডেলিভারিতে বিপদে ফেলে দেশকে ভালো কিছু উপহার দেবেন এই অলরাউন্ডার?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে