ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: আম্পায়ারকে গালি দিয়ে কঠিন শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন

২০২১ জানুয়ারি ১১ ১১:১৫:৪৩
ব্রেকিং নিউজ: আম্পায়ারকে গালি দিয়ে কঠিন শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন

সিডনিতে চলছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। ভারতের প্রথম ইনিংসে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ পেইন গালি দিয়ে বসেন, যা স্পষ্ট ধরা পড়ে স্টাম্প মাইকে। ফলাফল যা হওয়ার তাই হল। টেস্ট চলাকালেই শাস্তি হিসেবে জরিমানা করা হয়েছে অস্ট্রেলীয় অধিনায়ককে।

গত শনিবার (৯ জানুয়ারি) ভারতের প্রথম ইনিংসে ১৩ রানে ব্যাট করছিলেন চেতেশ্বর পূজারা। এলবিডব্লিউর জন্য অজিরা আবেদন করলে আম্পায়াররা সেই আবেদন নাকচ করে দেন। পেইন তখন ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের আশ্রয় নেন।

ডিআরএসের বদলায়নি আম্পায়ারের সিদ্ধান্ত। যদিও বল ব্যাটে লেগে প্যাডে লেগেছে বলেও মনে হয়নি। পেইন এতে মেজাজ হারিয়ে অন ফিল্ড আম্পায়ার পল উইলসনের কাছে কারণ জানতে চান। উইলসন জানান, এখানে তার কিছু করার নেই, টিভি আম্পায়ারের সিদ্ধান্ত।

এতেই মেজাজ হারিয়ে ফেলেন পেইন। আম্পায়ারকে অশালীন ভাষা বলে বসেন। স্টাম্প মাইকে তা স্পষ্ট শোনা যায়। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। ম্যাচ রেফারি ডেভিড বুন কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে পেইনকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেন।

জরিমানা গুনলেও সিডনি টেস্টে অবশ্য জয়ের ভেঁপু শুনছেন পেইন। শেষ দিনে ভারতীয় ব্যাটসম্যানরা অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে না তুললে ফের সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে স্বাগতিক দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে