ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: সবাইকে অবাক করার মত একাদশ ঘোষণা

২০২১ জানুয়ারি ১০ ১৭:০১:১৭
ব্রেকিং নিউজ: সবাইকে অবাক করার মত একাদশ ঘোষণা

শচীন টেন্ডুলকারকে বলা হয় ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। ২০০ টেস্টের ক্যারিয়ারে ৫১টি সেঞ্চুরি, যার ৬টি ডাবল সেঞ্চুরি আর সাথে আছে হাফসেঞ্চুরি ৬৮টি। নিজ দেশ ভারতে তাকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। সেই শচীনবিহীন যেকোনো টেস্ট দলই তো বেমানান।

ব্রায়ান লারার কথাই বা বাদ যাবে কেন! ১৩১ টেস্টের ক্যারিয়ারে গড়েছেন কত কীর্তি। থরে থরে সাজানো যাবে যেন। কিংবা কপিল দেব- এমন অনেক কিংবদন্তিকে রেখে চ্যাপেল বেশ সাহসিকতার পরিচয় দিয়ে সাজিয়েছেন রোমাঞ্চকর টেস্ট একাদশ।

একাদশে বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি এখনো খেলে যাচ্ছেন। এছারা এখনো খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটার নেই আর কেউ। কোহলির সতীর্থ ছিলেন এককালে- এমন ক্রিকেটার হিসেবে আছেন বীরেন্দর শেবাগ। ওপেনার হিসেবে তার সঙ্গী কলিন মিলবার্ন। স্যার ভিভ রিচার্ডস, গ্রায়েম পোলক সামলাবেন ব্যাটিং অর্ডারের গুরুদায়িত্ব। কোহলিকে রাখা হয়েছে স্যার গ্যারি সোবার্স ও কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টেরও আগে।

প্রশ্ন উঠতে পারে বোলিং ইউনিট দেখেও। নেই সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। ‘অবশ্য এখানে যেন কাকে রেখে কাকে দেই ঠাই’ অবস্থা! বোলার হিসেবে চ্যাপেল ভাইদের ছোটজন বেছে নিয়েছেন ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, ডেনিস লিলি ও জেফ থমসনকে।

একনজরে গ্রেগ চ্যাপেলের টেস্ট একাদশ : বীরেন্দর শেবাগ, কলিন মিলবার্ন, স্যার ভিভ রিচার্ডস, গ্রায়েম পোলক, বিরাট কোহলি, স্যার গ্যারি সোবার্স, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, ডেনিস লিলি, জেফ থমসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে