ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

যে বিশেষ কারনে আবারও ক্রিকেটে ফিরতে চান সাকিব

২০২১ জানুয়ারি ১০ ১৪:৪৩:২২
যে বিশেষ কারনে আবারও ক্রিকেটে ফিরতে চান সাকিব

জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ব্যাট হাতে ১২.২২ গড়ে করেছিলেন ১১০ রান। যেখানে তাঁর সর্বোচ্চ ছিল ২৮। আর বল হাতে ৬.০০ ইকোনোমিতে নিয়েছিলেন ৬ উইকেট। তবে সেটি নিয়ে এখন আর ভাবছেন না সাকিব। সেরা হওয়ার জন্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে অবশ্য এমন কিছুরই ইঙ্গিত মিলেছে। সেখানে জানিয়েছে, তিনি ‘লাস্ট’ হওয়ার জন্য খেলবেন না।

‘মানুষের প্রত্যাশা, নিজের কাছে নিজের প্রত্যাশা সবকিছু মিলিয়েই বলতে পারেন। আমি যখন খেলতে নামব, স্বাভাবিকভাবেই তো ‘লাস্ট’ হওয়ার জন্য খেলতে নামব না। একটা ছাত্র স্কুলে যতই কম যাক, কম পড়ুক; ও তো ফার্স্ট হওয়ার জন্যই পরীক্ষা দেয়।’

প্রায় এক বছর তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। তাই নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান তিনি। ক্যারিয়ারের প্রথম বার ব্যাগ গোছানো সময় যে অনুভূতি পেয়েছিলেন গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাগ গোছাতে গিয়ে সেই অনুভূতি পেয়েছেন তিনি।

‘আজ (গতকাল) সারা দিন ব্যাগ, খেলার জিনিসপত্র গোছালাম। কাল (আজ) হোটেলে উঠে যাব। এমনিতে তো সব গোছানোই থাকত। খেলা এলে ছোটখাটো কিছু জিনিস এদিক-সেদিক করা লাগত। কিন্তু এবার মনে হলো সেই প্রথমবার ব্যাগ গোছানোর মতো অবস্থা। নতুন করে সব পরিকল্পনা করতে হচ্ছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে