ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাংলাদেশকে চরম অপমান করলো সাবেক উইন্ডিজের ক্রিকেটার ফ্রাঙ্কলিন রোজ

২০২১ জানুয়ারি ১০ ১০:২৫:৩৫
বাংলাদেশকে চরম অপমান করলো সাবেক উইন্ডিজের ক্রিকেটার ফ্রাঙ্কলিন রোজ

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ান জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার ও নিকোলাস পুরান। এছাড়া ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ান ফাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ। ফলে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের অনেক ভেবেচিন্তে প্রায় নতুন একটি দল দাঁড় করাতে হয়েছে।

এতে ক্ষোভ প্রকাশ করে রোজ বলেন, ‘এই খেলোয়াড়রাই তো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করেছে। কিন্তু বাংলাদেশে যেতে ভয় পেল। এটা খুবই খারাপ কাজ হয়েছে। তাদের দাবি, করোনা আসল কারণ। কিন্তু তাদেরই অনেকে তো অস্ট্রেলিয়ায় খেলছে। ওখানে কি করোনা নেই?’

মনে হবে রোজ বাংলাদেশের পক্ষেই কথা বলেছেন। কিন্তু বাংলাদেশকে কটাক্ষ করা বলা তার কথা শুনলে মন খারাপ হবে যেকোনো টাইগার ভক্তেরই।

রোজের ভাষ্য, ‘আমি যদি এই দলে খেলতাম, আমি বাংলাদেশে যেতাম। কারণ এখন বাংলাদেশই বিশ্বের সবচেয়ে দুর্বল দল। আমি চেষ্টা করতাম তাদের বিপক্ষে খেলে নিজের ব্যাটিং ও বোলিং গড় আরও ভালো করার।’

হোল্ডার-পোলার্ডদের প্রতি অসন্তোষ প্রকাশ করে রোজ আরও বলেন, ‘এই খেলোয়াড়রা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে দেখে না। কোথায় যাব আর কোথায় যাব না এটা বাছাই করার অধিকার কি এই দলের খেলোয়াড়দের আছে? আমাদের নিবেদিতপ্রাণ খেলোয়াড় দরকার। খেলোয়াড়দের সামলানোর ক্ষমতা না থাকলে বোর্ডের কী প্রয়োজন!’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে