ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

হচ্ছে না আলিয়া রনবীরের বিয়ে, কেঁদে ভাসালেন আলিয়া

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০৯ ২২:২৫:২৬
হচ্ছে না আলিয়া রনবীরের বিয়ে, কেঁদে ভাসালেন আলিয়া

কিছুদিন আগেই রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর মারা যাওয়ার জেরে আটকে যায় রণবীর-আলিয়ার বিয়ে। এরই মাঝে ফের আপনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন আলিয়া। যার জেরে পিছিয়ে যেতে পারে এইবারেও আলিয়া রণবীরের বিয়ে।

ঋষি কাপুরের ছেলে রণ’বীর ও মহেশ ভাটের মেয়ে আলিয়া আজ নিজেদের পরিচয়েই প্রতিষ্ঠিত। দুজনেরই অতীতে অন্য লিংক আপস থাকলেও বেশ কিছুদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক বলিউডের এই দুই তারকার।

স্টার কাপলকে একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। দুজনে ছুটিও কাটাতে যান একসঙ্গে। তবে বিয়েটা কবে, তা জানা না গেলেও কানাঘুষো শোনা যাচ্ছে চলতি বছরেই চার হাত এক হবে তাদের। কিন্তু এরই মাঝে আপনজনকে হারালেন আ’লিয়া। আলিয়া তার প্রাণের চেয়েও প্রিয় পোষ্য শিবাকে হারালেন।

আলিয়া শিবার সঙ্গে পুরনো কয়েকটি ছবি শেয়ার করে লেখেন গুডবাই এঞ্জেল। এমনকি আলিয়ার মা সোনি রাজদানও একটি ছবি শেয়ার করে লিখেছেন রেস্ট ইন পিস শিবা। আমরা তোমার নাম রাণী শিবার কথা মাথায় রেখে দিয়েছিলাম। কারণ তোমার ব্যক্তিত্ব সেরকমই একটা বিষয় ছিল। আমার সকালগুলো আর এক রকম হবে না। তোমায় অসংখ্য ধন্যবাদ। তোমায় মনে পড়বে’। শিবার আত্মার শান্তির কামনা করে রণবীরের কাপুরের দিদি হৃদ্ধিমাও মন্তব্য করেছেন।

আলিয়াকে যে বিড়াল প্রেমী তা জানতে বাকি নেই কারুর। বিভিন্ন সময় আলিয়া তার নিজের সঙ্গে শিবার বিভিন্ন ছবি শেয়ার করতেন। শ্যুটিং সেরেই শিবাকে কাছে নিতেন তিনি। আপনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে