ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১

মাশরাফিকে দল থেকে বাদ দিয়ে বিশাল সমস্যায় পড়েছে বাংলাদেশ দল বললেন আকরাম খান

২০২১ জানুয়ারি ০৯ ১৫:৩৮:২১
মাশরাফিকে দল থেকে বাদ দিয়ে বিশাল সমস্যায় পড়েছে বাংলাদেশ দল বললেন আকরাম খান

অধিনায়কত্ব ছাড়ার পরের সিরিজেই দেশ সেরা এই সাবেক আধিনায়ককে দলে রাখেননি নির্বাচকরা। কারণ হিসেবে দেখিয়েছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য তরুণদের সুযোগ করে দেয়া। তবুও কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির মত একজন অভিজ্ঞ ক্রিকেটারের শূন্যতা অনুভব করবে না দেশের ক্রিকেট?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি আকরাম খানও তাই ভাবছেন। মাশরাফির মত একজন ক্রিকেটারের অনুপস্থিতি দলের শক্তি কমিয়েছে, একই সঙ্গে মাশরাফির অভিজ্ঞতা সকলেই অনুভব করবে বলেও মত তাঁর।

সাংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, 'মাশরাফি একজন গ্রেট খেলোয়াড় কোন সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। তো ওর মত একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা সেটার অভাব কিন্তু সবাই অনুভব করবে।'

আগামী ২০ জানুয়ারী থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ। করোনা ভাইরাসের কারণে স্টেডিয়ামে দর্শক ফেরানো হবে কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি আকরাম। তবে দর্শকশূন্য স্টেডিয়ামে সিরিজ আয়োজনের পরিকল্পনা বিসিবির এমনটাই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আকরাম আরো বলেন, 'এখনো পর্যন্ত আমরা দর্শকবিহীন পরিকল্পনায় আছি। কিন্তু দেখি ওটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এখনো সময় আছে। তো আমরা আলাপ আলোচনা করবো। কিন্তু এখনো পর্যন্ত দর্শক ছাড়াই।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে