ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জীবনের প্রথম অপমানের কথা কখনোই ভুলবেন না রণবীর

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০৯ ১১:২৬:৪৬
জীবনের প্রথম অপমানের কথা কখনোই ভুলবেন না রণবীর

মূল ঘটনা হলো- রণবীর কাপুর একবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। নিউ ইয়র্কের একটি হোটেলে উঠেছিলেন। প্রকৃতির ডাকে তাড়াহুড়ো করে হেঁটে হোটেলে ফিরছিলেন রণবীর। ফেরার পথে হঠাৎ দেখতে পান নাটালিকে। প্রিয় অভিনেত্রীকে চোখের সামনে দেখে তার সঙ্গে ছবি তোলার লোভ সামলাতে পারেননি রণবীর।

প্রকৃতির ডাক অগ্রাহ্য করে রণবীর ছুটে যান নাটালির কাছে। গিয়ে বলেন, ‘আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই।’ বিড়ম্বনা তৈরি হয় রণবীরের এমন আবদারের পর। কারণ রেগে গিয়ে নাটালি তাকে বলেছিলেন, ‘গেট লস্ট।’ এ অভিজ্ঞতার কথা জানিয়ে রণবীর বলেন- ‘আমি তাকে দেখে এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে, বুঝতেই পারিনি নাটালি তখন ফোনে কথা বলতে বলতে কাঁদছিলেন।’

কপিল শো শর্মার শো-এ অতিথি হয়ে এসে এসব কথা বলেন রণবীর। অপমান করলেও এখনো নাটালির অন্ধ ভক্ত তিনি। আবার কখনো নাটালিকে সামনে পেলে পূর্বের মতোই তার সঙ্গে ছবি তোলার আবদার জানাবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন এই বলিউড স্টার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে