ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

উইন্ডিজ সিরিজ শুরু হওয়ার আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

২০২১ জানুয়ারি ০৮ ১৫:২০:০২
উইন্ডিজ সিরিজ শুরু হওয়ার আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ইতিমধ্যেই এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে অনেক সতর্ক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড সরকার। সে কারণে নিউজিল্যান্ডে যেতে পারবেনা বাংলাদেশের কোন সংবাদকর্মী। নিউজিল্যান্ড সিরিজের লম্বা বহর নিয়ে যেতে পারে বাংলাদেশ।

৬ টি ম্যাচের জন্য ৩৫ সদস্যের একটি দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের একটি সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন,

“নিউজিল্যান্ড সফরে কিভাবে কি হবে সেই বিষয়ে আজ আমরা বৈঠকে বসেছিলাম। আমরা পরিকল্পনা করছি সেখানে ৩৫ সদস্যের দল পাঠানোর। যদিও এটা এখনও আলোচনার পর্যায়ে আছে।”

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে গিয়ে ৭ দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিম-সাকিবদের। এরপর নিজেদের ভেতরে ভাগ হয়ে অনুশীলন করতে পারবেন সাকিব-মুশফিকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে