ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

অবশেষে গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন ওম-মিমি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০৮ ১৪:৫৪:০৪
অবশেষে গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন ওম-মিমি

গত বছর বিয়ের আইনি প্রক্রিয়া শেষ করেছেন মিমি-ওম। এই নায়ক ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন- আগামী ৩ ফেব্রুয়ারি ধর্মীয় রীতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মিমির সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় ১০ বছরের। অবশেষে পরিণয় পেল। আমাদের জন‌্য সবাই দোয়া করবেন।

ওম বিহারি হলেও তাদের বিয়ে হবে বাঙালি মতে। বিয়ের দু’তিনদিন আগে বিহারি রীতিতে পুজোপাঠ হবে। এদিকে বিয়ের সাজ নিয়ে মিমি বলেন- বিয়ের দিন লাল বেনারসি আর সোনার গহনা পরব। বিয়ের খাবারের মেন্যুতে ওমের পছন্দের মাটন বিরিয়ানি থাকছে। আর মিষ্টি আসবে ভদ্রেশ্বর থেকে।

করোনা সংকটের কারণে এখনই বড় পরিসরে আয়োজন করছেন না ওম। তার ভাষায়- পরিস্থিতি আরো স্বাভাবিক হলে রিসেপশনের দিন চূড়ান্ত করব।

‘আলোর বাসা’ ধারাবাহিকের বিয়ের দৃশ্যে পরস্পরকে প্রথম দেখেন ওম-মিমি। পরবর্তীতে ‘প্রিয় তারকার অন্দরমহল’, ‘দিদি নাম্বার ওয়ান’ গেম শোতে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

ওম বাংলাদেশের ‘অঙ্গার’, ‘হিরো ৪২০’, ‘প্রেম কি বুঝিনি’, ‘পাষাণ’, ‘তুই শুধু আমার’, ‘অগ্নি-২’ সিনেমায় অভিনয় করেছেন ওম। অন্যদিকে মিমি দত্ত ‘ভুতু’, ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’সহ একাধিক মেগা ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে