ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

প্রত্যেক দিন মাঝরাতে চুপি চুপি যা করেন সোনাক্ষি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০৮ ১১:৩৯:২৯
প্রত্যেক দিন মাঝরাতে চুপি চুপি যা করেন সোনাক্ষি

নতুন খবরটা হলো সোনাক্ষি সিনহাকে নিয়ে ৷ এই তো কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কে দারুণ ট্রোল হয়েছিলেন সোনাক্ষি ৷ প্রথম থেকেই তাঁর মেদ ভর্তি শরীর নিয়ে শুনতে হতো নানা কু-কথা ৷ প্রথম প্রথম চুপ থাকলেও, সোনাক্ষি কিন্তু পরে এসবেরই দারুণ জবাব দিয়েছেন, নানা ভিডিও পোস্টের মধ্যে দিয়ে ৷তবে এবার আর প্রতিবাদ নয়, বরং তিনি প্রতিদিন মাঝরাতে চুপি চুপি যেটা করেন, তাই প্রকাশ্যে তুলে আনলেন সোনাক্ষি ৷

সম্প্রতি সোনাক্ষি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ভিডিও ৷ যেখানে দেখা যাচ্ছে রাতের পোশাক, রীতিমতো কালো কাপড়ে গা ঢাকা দিয়ে রান্নাঘরে হাজির হয়েছেন তিনি ৷ আর হাতের সামনে স্ন্যাক্সের প্যাকেট নিয়েই চম্পট ! এই ভিডিও পোস্ট করে সোনাক্ষি লিখলেন, হ্যাঁ হ্যাঁ, আমি মিডনাইট স্ন্যাকার, আপনাদের মতোই ৷ শুধুই তফাৎ আমি রিল বানাই , আপনারা নয় !

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে