ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ছবিতে না বাস্তবেই নিজের বিয়ের পাত্রের নাম জানিয়ে দিলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০৮ ১০:৫৪:২১
ছবিতে না বাস্তবেই নিজের বিয়ের পাত্রের নাম জানিয়ে দিলেন নোরা ফাতেহি

জানা গেছে, কারিনার রেডিও চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্টস’-এ অতিথি হিসেবে এসেছিলেন নোরা। নোরা এই মুহূর্তে কী করতে চায়? কারিনার এমন প্রশ্নের উত্তরে নোরা বলেন, ‘আমি তৈমুরকে বিয়ে করতে চাই।’

এমন উত্তর শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন কারিনা। নিজেকে সামলে নিয়ে হেসে বলেন, ‘যাই হোক, ওর বয়স তো অনেক কম। বিয়ে এখন অনেক দূরের ব্যাপার।’ তাতে আপত্তি নেই নোরার। অভিনেত্রী বলেন, ‘দরকার হলে ওর জন্য অপেক্ষা করব আমি। শুধু চাই, ও তাড়াতাড়ি বড় হয়ে যাক।’

তৈমুরের বয়স মাত্র চার। ওদিকে নোরা পা দিয়েছেন ২৯-র ঘরে। বয়সে ২৫ বছরের ছোট্ট তৈমুরকে কেনো বিয়ে করতে চান নোরা সে ব্যাপারে পরিষ্কার কিছুই জানা যায়নি। তবে নেটিজেনরা বলছেন, এটা কখনোই সম্ভব না।

জন্মের পর থেকেই আলোচনা বলিউডের ছোট নবাব তৈমুর। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে সাইফ-কারিনা চান না, তৈমুরকে নিয়ে এতো আলোচনা হোক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে