ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

আজ সৌদি আরব থেকে ফিরলেন ৪১৯ যাত্রী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০৭ ২৩:৫৩:৩৬
আজ সৌদি আরব থেকে ফিরলেন ৪১৯ যাত্রী

সংশ্লিষ্টরা জানান, গতকাল দুপুর আড়াইটায় বোয়িং ৭৭৭-৪০০ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, এক সপ্তাহ বন্ধের কারণে

যাত্রীদের চাপ ছিল। এর ওপর সৌদি আরবের নতুন ঘোষণায় দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরার সুযোগ তৈরি হয়েছে। ফলে ফ্লাইটগুলো খালি গেলেও যাত্রী পূর্ণ করে ফিরতে পারবে।

ফিরতে আগ্রহীদের দ্রুত দূতাবাসে আবেদনের অনুরোধ জানিয়ে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে যারা অবৈধ হয়ে গিয়েছেন, দেশটির সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে। সৌদি লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট

জেনারেল সুষ্ঠুভাবে এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি কর্র্তৃপক্ষ যেকোনো সময় এ সুবিধা বন্ধ করে দিতে পারে। এজন্য দ্রুত আবেদন করতে হবে।

সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, সৌদি আরব থেকে অবৈধ অভিবাসীদের ফেরার সুযোগ তৈরি হওয়ায় বিমান করোনাকালের ঘাটতি অনেকটাই পুষিয়ে নিতে পারবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সৌদি আরবে অবৈধ বাংলাদেশি অভিবাসীর সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ সংখ্যা লাখের কাছাকাছি হবে। তারা স্বেচ্ছায় ফিরলে বিমান বাণিজ্যিক সুবিধা পাবেএটাই স্বাভাবিক।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক আজিজুল ইসলাম বলেন, ‘এখন সৌদি আরব অভিমুখী ফ্লাইট খালি গেলেও ফিরছে পূর্ণ যাত্রী নিয়ে। তবে স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতার জন্য দুটি আসন খালি রাখতে হচ্ছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে