ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শাকিব খান ডাউন টু আর্থ বললেন পায়েল সরকার

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০৭ ২২:৫০:২০
শাকিব খান ডাউন টু আর্থ বললেন পায়েল সরকার

পায়েল বলেন, “নতুন বছর নিয়ে আমি সেভাবে কোনো পরিকল্পনা করি না তেমন। জীবন চলুক না তার নিজস্ব নিয়মে। তবে নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে, পৃথিবী আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। ২০২০ সালে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ২০২১ সালে যেন তেমনটা না ঘটে।”

তিনি আরো বলেন, “করোনায় সিনেমা ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে গিয়েছে। এই পরিস্থিতির উত্তরণ দরকার। হয়তো ২০২১ সালে অতীতের অন্ধকার দূরে ঠেলে সামনে এগিয়ে যেতে পারব।”

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করেছিলেন পায়েল সরকার। ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। পায়েল আবারো শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চান।

তিনি বলেন, “শাকিব খানের সঙ্গে আমি সব সময় কাজ করতে চাই। আশা করি আবার তার সঙ্গে কাজ করতে পারব। শাকিবের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”

শাকিব খানের সঙ্গে প্রথম ছবির কাজের অভিজ্ঞতা সম্পর্কে পায়েল বলেন, “শাকিব বাংলাদেশের বড় সুপারস্টার। যদিও দেখে সেটা বোঝা যায় না। ডাউন টু আর্থ তিনি। খুব ভালো অভিনয় করেন তিনি। পরিচালক যা বলেন, সেটাই করেন। তিনি যখন সেটে আসতেন, তখন খুব চুপচাপ থাকতেন। খুব ভদ্র একজন মানুষ তিনি।”

এদিকে নতুন বছরে পায়েলের কোনো পরিকল্পনা না থাকলেও ভালো কিছু ছবিতে অভিনয় করতে চান। দেখতে চান ভালো কিছু সিনেমা। সেই সঙ্গে থাকতে চান ফিটনেস সচেতন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে