ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১

দল থেকে বাদ পড়া নিয়ে মাশরাফিকে বিশেষ বার্তা দিলো তার স্ত্রী সুমনা হক

২০২১ জানুয়ারি ০৭ ১০:২৪:৩০
দল থেকে বাদ পড়া নিয়ে মাশরাফিকে বিশেষ বার্তা দিলো তার স্ত্রী সুমনা হক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন ভবিষ্যৎ চিন্তা করেই মাশরাফি বিন মুর্তজাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এখনো খেলা চালিয়ে যেতে চান জানিয়েছেন মাশরাফি।

মাশরাফীর এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সহধর্মীনি সুমনা হক। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুমনা হক লিখেছেন, সৃষ্টিকর্তাই সব ঠিক করে দেবন। আপনিই আপনার ভবিষ্যতের সব সিদ্ধান্ত নেয়ার জন্য যথেষ্ট, অন্য কেউ নয়।

‘এই যুদ্ধের তুমি সৈনিক, তুমি সেনাপতি, তুমিই রাজা। শুধুমাত্র সৈনিক ভাবাটা বোকামি, ভুলটা তাদেরই। সৃষ্টিকর্তাই সব ঠিক করে দেবন। আপনিই আপনার ভবিষ্যতের সব সিদ্ধান্ত নেয়ার জন্য যথেষ্ট, অন্য কেউ নয়। সবাই জানে আপনি কতটা প্রতিজ্ঞাবদ্ধ, সময় সব বলে দেবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে