ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাংলাদেশ সফর: সুর পাল্টালো হোল্ডার পোলার্ডরা

২০২১ জানুয়ারি ০৫ ১৪:৪৭:৩৪
বাংলাদেশ সফর: সুর পাল্টালো হোল্ডার পোলার্ডরা

ডব্লিউআইপিএ জানিয়েছে, চিকিৎসকের মাধ্যমে খেলোয়াড়দের সংগঠন পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশের কোভিড প্রটোকল দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঐ চিকিৎসক, তথা ডব্লিউআইপিএ।

সংগঠনের সেক্রেটারি ওয়েইন লুইস বলেন, ‘আমাদের কোনোরকম উদ্বেগ নেই এই সফর নিয়ে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরের মতই আয়োজন করেছে বাংলাদেশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও তাদের দলের সাথে আমাদের আলোচনা হয়েছে।

আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক আন্দ্রে কুকি, কারণ আমরা কেউই মেডিকেল চিকিৎসক নই। ওয়েস্ট ইন্ডিজের সাথে সভায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে যারা সফর থেকে নাম প্রত্যাহার করেছেন তারা হলেন- অধিনায়ক জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার ও নিকোলাস পুরান।

এছাড়া ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ান ফাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ। করোনার কথা বিবেচনা করে খেলোয়াড়দের বিদেশ সফরের ব্যাপারে স্বাধীনতা দিয়ে রেখেছে সিডব্লিউআই।

তাই কোনো খেলোয়াড় বিদেশ সফরে যেতে না চাইলে তাকে বোর্ড জোর করবে না বা পরবর্তী দল বাছাইয়ে খেলোয়াড়দের এমন সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না। মূলত এ কারণেই এক ঝাঁক তারকা বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নেওয়ার মত দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে