ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

নতুন স্টাইলে ফিরছেন সাকিব

২০২১ জানুয়ারি ০৫ ১০:৫৫:২১
নতুন স্টাইলে ফিরছেন সাকিব

সাকিবের চুল নিয়ে বিগত কয়েক মাসে বেশ মাতামাতি ছিল ভক্ত-সমর্থকদের মধ্যে। ক্যারিয়ারে এবারই প্রথম সাকিব চুল বড় করেছিলেন। তা দেখে অনেক ভক্তও চুল বড় রাখা শুরু করেন।

তবে সাকিবের চুলের সেই স্টাইলে এবার পরিবর্তন আসছে। সম্প্রতি ছাঁটাই নামের হোম সেলুন থেকে চুল কেটেছেন টাইগার অলরাউন্ডার। তার নতুন বেশকে ছাঁটাইয়ের ফেসবুক পেইজের স্টোরিতে ‘নতুন বছরের রূপান্তর’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

করোনাকালের শুরুর দিক থেকেই যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। লকডাউনের কারণে অনেকদিন চুল কাটাতে পারেননি তিনি। এই সুযোগে চুল বড় রাখা শুরু করেন টাইগার অলরাউন্ডার।

সাকিবকে বড় চুলে দেখে পুলকিত হন ভক্তরাও। এরপর নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বিকেএসপিতে নিবিড় অনুশীলন, ফিটনেস টেস্ট থেকে শুরু করে বঙ্গবন্ধু টি-২০ কাপ সবখানেই লম্বা চুলের সাকিবকে দেখেছে সবাই।

তবে নতুন বছরের শুরুতে চুলে কাঁচি লাগিয়েই মাঠে নামছেন সাকিব। নতুন বছর এক অর্থে বলা যায় সাকিবের জন্য নতুন শুরুও। কারণ গত বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি তিনি। টাইগারদের ক্যারিবীয় সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এ ক্রিকেটার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে