ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কেমন আছেন বিসিসিআই সভাপতি সৌরভ, ফোনে খবর নিলেন প্রধানমন্ত্রী

২০২১ জানুয়ারি ০৪ ১২:২৭:৫৮
কেমন আছেন বিসিসিআই সভাপতি সৌরভ, ফোনে খবর নিলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্ডিয়াক অ্য়ারেস্ট ও তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছিলেন, সৌরভের চিকিত্সার জন্য সব ধরনের সাহায্য দেওয়া হবে। প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হবে।

সৌরভের চিকিত্সার জন্য আসছেন স্বনামধন্য কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। সোমবার তাঁর কলকাতায় আসার কথা। তবে রবিবার সন্ধেয় জানা গিয়েছে, শেঠি আসছেন মঙ্গলবার। তিনি ও তাঁর টিম অবশ্য আগেই জানিয়েছেন, সৌরভের বাইপাস সার্জারির প্রয়োজন নেই। তাঁর তত্ত্বাবধানেই আলোচনায় বসবে মেডিকেল বোর্ড।

সৌরভের চিকিত্সার জন্য ৫ ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সরোজ মণ্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো ডাক্তাররা রয়েছেন সেই দলে। কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জেনদের তত্ত্বাবধানে চিকিত্সা চলছে মহারাজের। যদিও বাইপাস সার্জারি নিয়ে কোনও ইঙ্গিত দেননি মেডিকেল বোর্ডে থাকা চিকিত্সকরাও। চিকিত্সকরা জানিয়েছিলেন, সময়ে হাসপাতালে পৌঁছেছিলেন দাদা। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছিল। তাঁর হার্টে তিনটি ব্লকেজ ছিল। ফলে বাইপাস সার্জারির প্রসঙ্গ উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমেই বাকি দুটি আর্টারিতে স্টেন্ট বসানো হতে পারে।-জিনিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে