ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বছরের শুরুতেই মালয়েশিয়া প্রবাসীদের জন্য দারুন সুখবর

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০৩ ২২:২৫:১৫
বছরের শুরুতেই মালয়েশিয়া প্রবাসীদের জন্য দারুন সুখবর

করোনার ধকল সামলিয়ে মালয়েশিয়ায় ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হচ্ছে সেই সাথে রিঙ্গিতে দাম উঠেছে আশানুরূপ পর্যায়ে। যারা মালয়েশিয়া আছেন তারা দেখে নিন আজ মালয়েশিয়ার কোন রেমিট্যান্স ব্যাংক প্রতি রিঙ্গিতে বাংলাদেশি টাকায় কত করে দিচ্ছে।

প্রিয় প্রবাসী ভাইগন, তথাকথিত হুন্ডি একটা অবৈধ পন্থা, এই অবৈধ পথে টাকা পাঠাবেন না কারণ আপনার টাকার গ্যারান্টি নেই, আজ দিবে বলে কয়েকদিন ঘুরায়, অনেক সময় টাকা খোয়া যায়, প্রতারক দালালরা টাকা নিয়ে পালিয়ে। আপনারা ব্যাংকের মধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে, তাছাড়া ২% প্রনোদনা তো আছেই।

মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের রেমিট্যান্স রেট: মার্চেনট্রেড ই রেমিট রেট = ২০.৯৫ টাকা, আইএমই/রিয়া = ২০.৯০ টাকা, সিবিএল মানি ট্রান্সফার = ২১.০০ টাকা, ভ্যালইউ/Valyou = ২০.৯৬ টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন = ২০.৮০ টাকা

এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার দিচ্ছে ৩% প্রনোদনা। সিবিএল থেকে বিকাশে এবং রুপালী ব্যাংকের একাউন্টে পাঠাল পাবেন ৩% বোনাস প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা বিনিময় মূল্য (রেট) জেনে দেশে টাকা পাঠাতে পারেন। সে ক্ষেত্রে আমাদের ওয়েব সাইট বা আপনার নিকটস্থ রেমিট্যান্স প্রেরণকারী ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন। সবাই সবসময় মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার রেট উঠা-নামা করতে পারে। নতুন নতুন খবর পেতে সবসময় সঙ্গে থাকুন।

করোনা মহামারী আগে মালয়েশিয়ার রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় ২১ টাকা ছুঁই ছুঁই। ২১ টাকার উপরেও উঠেছিল প্রতি রিঙ্গিত বিনিময় রেট। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ধীরে ধীরে কমে গেছে মালয়েশিয়া রিঙ্গিতের দাম। তবে মালয়েশিয়ায় শর্তসাপেক্ষে লকডাউন এর পাশাপাশি সব কিছু সচল থাকার কারণে এই দাম আবারও ২১ টাকায় উঠে এসেছে। যার ফলে প্রবাসীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ