ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১

তৃতীয়বারের মত বাবা হওয়া নিয়ে সব ধোয়াসা দুর করলেন সাকিব নিজেই

২০২১ জানুয়ারি ০৩ ১২:২০:৫৮
তৃতীয়বারের মত বাবা হওয়া নিয়ে সব ধোয়াসা দুর করলেন সাকিব নিজেই

সাকিব মানেই যেন চমক। তৃতীয় সন্তান আগমনের ঘোষণাটি সাকিব ও তার স্ত্রী এমনভাবে দিয়েছিলেন, রহস্যের সাগরে পড়ে গিয়েছিলেন সবাই। গত এপ্রিলে দ্বিতীয়বারের মত বাবা হন সাকিব। সাকিব-শিশিরের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যাসন্তান ইরাম হাসান। এর আগে ২০১৫ সালে সাকিব-শিশিরের প্রথম সন্তান আলায়না হাসানের জন্ম হয়।

গত ১ জানুয়ারি সাকিব-শিশির দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের তৃতীয় সন্তান আগমনের কথা জানান। শিশিরের বেবি বাম্পের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্ত-সমর্থকদের কাছে। এরপর থেকেই সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান নিয়ে জল্পনা-কল্পনা ভক্তদের মাঝে।

রবিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরেন সাকিব। বাংলাদেশে পা রেখে গণমাধ্যমের সাথে অনাগত অতিথির বিষয়ে আলাপকালে সাকিব বলেন-

‘দুইবার এই অভিজ্ঞতা হয়েছে (হাসি)। নতুন কিছু না। তৃতীয়বার বাবা হচ্ছি এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। আমি সবার দোয়া চাই, সুস্থ-স্বাভাবিকভাবে যেন নতুন বাচ্চা পৃথিবীতে আসতে পারে, মা-বাচ্চা দুইজনই সুস্থ থাকতে পারে।’

প্রসঙ্গত, ২০১২ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। নিষেধাজ্ঞা ও করোনার কারণে সাকিবের গত বছরের বেশিরভাগ সময় কেটেছে যুক্তরাষ্ট্রে। ক্যারিয়ারের এই অপ্রত্যাশিত বিরতিতে পরিবারের সাথেই প্রায় সবটুকু সময় কাটিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে