ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জেনেনিন ঊর্বশীর ১৫ মিনিট সময়ের মূল্য

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০৩ ১১:১৯:১৫
জেনেনিন ঊর্বশীর ১৫ মিনিট সময়ের মূল্য

সম্প্রতি একটি প্রকল্পের শুট শেষ করেছেন ঊর্বশী। তার সিনেমা ও মিউজিক অ্যালবাম একের পর এক হিট হচ্ছে। নতুন বছরে কী আসছে, তার জন্য মুখিয়ে আছে দর্শক।

নতুন বছরে এক ধামাকা উপহার দিয়েছেন ঊর্বশী রৌতেলা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি, ডিএনএ ও বলিউড বাবলের খবর, ৩১ ডিসেম্বর নতুন ইংরেজি বছরের এক আয়োজনে মাত্র ১৫ মিনিট উপস্থিতির জন্য ঊর্বশী পারিশ্রমিক নিয়েছেন চার কোটি রুপি। দুবাইয়ের নামকরা ফ্যাশন হোটেল পালাজো ভার্সেসে ছিল সেই নিউ ইয়ার পার্টি। ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করারও একটি সেশন ছিল।

বলিউড বাবলের খবর, মাত্র ১৫ মিনিটের আয়োজনে চার কোটি রুপি পারিশ্রমিক নেয়ার নজির বলিউডে নেই। বলিউডের কোনো সেলেব এখনো এই সংক্ষিপ্ত উপস্থিতির জন্য এত বড় অঙ্কের অর্থ নেননি। ঊর্বশীই প্রথম এত বড় অঙ্কের পারিশ্রমিক নিলেন।

ঊর্বশীকে আগামীতে ‘ব্ল্যাক রোজ’ সিনেমায় দেখা যাবে। এ অভিনেত্রীকে একটি আন্তর্জাতিক প্রকল্পে মিসরীয় অভিনেতা মোহাম্মদ রমজানের সঙ্গে দেখা যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে