ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মাশরাফির দলে থাকা না থাকা এইসব বিষয় নিয়ে পরিস্কার করে বলে দিলেন পাপন

২০২১ জানুয়ারি ০২ ১১:৫৩:২৩
মাশরাফির দলে থাকা না থাকা এইসব বিষয় নিয়ে পরিস্কার করে বলে দিলেন পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এটা আড়াল করলেন না। একাত্তর টিভির সঙ্গে আলাপে বোর্ড সভাপতি জানিয়েছেন মাশরাফির সুযোগ পাওয়া কষ্টকর হবে।

তিনি বলেন, ‘ওর (মাশরাফির) ফিটনেসের কথা চিন্তা করলে ওর বাদ পড়ে যাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাকে যদি জিজ্ঞাসা করেন, ওর বাদ পড়ে যাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু বলা মুশকিল, ও কিন্তু ভীষণ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে।’

২০২০ সালের ডিসেম্বরে শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন জেমকন খুলনার হয়ে খেলেছিলেন মাশরাফি। সেখানে পারফর্মও করেন তিনি, এক ম্যাচে নেন ৫ উইকেট (টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা)। তবে বিসিবি বস বাংলাদেশের স্কোয়াড বা সেরা একাদশে মাশরাফির সুযোগ দেখছেন না।

‘যদি ও স্কোয়াডে থাকে তখন আসতে পারে ও কি বেস্ট ইলেভেনে চান্স পাবে কিনা, খেলবে কিনা। ঐখানটাই আমার কাছে মনে হয় সুযোগ খুব কম।’

২০২১ সালে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ সালে আরো এক টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালে আছে বিশ্বকাপ। সামনে টাইগারদের অনেক খেলা। এমন ঠাঁসা সূচিতে ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে আসা মাশরাফির পেছনে বিনিয়োগ করাটা কঠিনই বটে।

নাজমুল হাসান পাপন বলেন, ‘সবচেয়ে বড় কথা আমাদের কিন্তু এখন সামনের সিরিজ, সামনের টুর্নামেন্ট মাথায় রেখে আগাতে হচ্ছে। কতদিন পাব আমরা ওর সার্ভিস? এক সিরিজে খেললে নেক্সট সিরিজে ওরে পাব কিনা সেই নিশ্চয়তা কিন্তু নেই আমাদের কাছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, শুধু ফিজিক্যাল ফিটনেস আর খেলা না, কাকে বাদ দিচ্ছি এটা আপনাকে দেখতে হবে। আমি তো তিনটা পেসার নিতে গেলে কাকে বাদ দিবো? ঐ জায়গাটাই ওকে পাওয়া, অনেক অনেক কষ্ট করতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে