ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ইমরান খান ও ওয়াসিম আকরামের দলে মুশফিক

২০২১ জানুয়ারি ০২ ১১:০২:৪৪
ইমরান খান ও ওয়াসিম আকরামের দলে মুশফিক

উইজডেনের এই সেরা একাদশ নির্বাচন কিশোর ক্রিকেটার বিবেচনায় হলেও কৈশোরে তারা ২২ গজে কেমন পারফর্ম করেছেন তার ওপর ভিত্তি করে করা হয়নি। বরং কৈশোরে অভিষেক হয়েছে যাদের এবং ক্যারিয়ার জুড়ে ভালো পারফর্ম করেছেন তাদেরকেই এখানে জায়গা দেওয়া হয়েছে। এই একাদশ নির্বাচনের ক্ষেত্রে আরেকটা শর্ত ছিল যে এক দেশ থেকে দুইজনের বেশি নেওয়া যাবে না।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওই ভেন্যুতে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। তারপর গত ১৫ বছরে নিজেকে সম্মানিত এক আসনে নিয়ে গিয়েছেন মুশফিক। পরিশ্রমের ফল হিসেবে তার নামও উঠেছে এই তালিকায়। একমাত্র বাংলাদেশি ও বর্তমান ক্রিকেটারদের দুইজনের একজন হয়ে এই সুযোগ করে নেয়েছেন তিনি।

মুশফিক দলে নেওয়ার ব্যাখ্যায় উইজডেন বলছে, ‘৩৩ বছর বয়সেও এখনো দুর্দান্ত খেলে যাওয়া মুশফিকুর রহিম ইতোমধ্যে তার দেশের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন। ক্ষুদ্রকায় মুশফিক একমাত্র উইকেটরক্ষ ব্যাটসম্যান হিসেবে দুইটি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন এবং বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার তালিকায় ৬০ শতাংশই তার দখলে।’

মুশফিক ছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটার আছেন এই দলে৷ অধিনায়কত্বের দায়িত্বে রাখা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।

একনজরে উইজডেনের সেরা কিশোর (টিনএজ) একাদশ : নেইল হার্ভে, শচীন হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম, প্যাট কামিন্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে