ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শেষ পর্যন্ত খোঁজ মিললো বুবলির

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০২ ১০:২৯:০০
শেষ পর্যন্ত খোঁজ মিললো বুবলির

হঠাৎ ফেসবুকে পাওয়া গেলো ‘নতুন’ বুবলীকে। আড়াল থেকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে একেবারে ভিন্ন এক বুবলীকে দেখা গেছে। ছিপছিপে শরীরে লাস্যময়ী রূপে নতুন এক বুবলী ক্যামেরাবন্দি হয়েছেন। ক্যাপশনে লিখেছেন—‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

এর আগে গুঞ্জন শোনা যায়, এক চিত্রনায়কের সঙ্গে ঘর বেঁধেছেন বুবলী। শুধু তাই নয়, তাদের সংসার আলো করে আসছে সন্তান। আর এ কারণেই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এই নায়িকা। যদিও এ প্রসঙ্গে সেই নায়ক এবং বুবলীর কোনো মন্তব্যই পাওয়া যায়নি। বিশেষ করে বুবলী নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলেন।

এদিকে গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বুবলী। কিন্তু তার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শবনম বুবলী। এতে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। বুবলী অভিনীত ১০টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে মোট ৯টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে