ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

২০২১ সালে বেঁচে থাকাটাই একমাত্র প্রত্যাশা আমারঃ আরিফিন শুভ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ০১ ১৬:১৮:০৭
২০২১ সালে বেঁচে থাকাটাই একমাত্র প্রত্যাশা আমারঃ আরিফিন শুভ

প্রত্যাশার কথা বলাটা আমার জন্য নিছক ছেলেমানুষি বিষয় এখন। করোনা গেছে কিন্তু আমার শরীরে এর ছোবলের বিষ থেকে গেছে।

শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও শারীরিক দুর্বলতা খুবই ভোগাচ্ছে। একটু মুভ করলেই শ্বাসকষ্ট হচ্ছে। আর এতটা দুর্বল যে, তা বলে বোঝানোর মতো নয়।

সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছি। বাংলাদেশ ছাড়াও দেশের বাইরের চিকিৎসকদের পরামর্শ নিয়ে চলছি। কত যে টেস্ট করলাম, তার ঠিক নেই। তবে টেস্টগুলোতে খুব একটা নেগেটিভ কিছু নেই। এটাই ভরসার কথা।

কিন্তু বেশি সমস্যা হলো শ্বাসকষ্ট নিয়ে। এটা শুরু হলে শ্বাসনালীর নানা রকম ব্যায়াম শুরু করি। অন্যদিকে হাতে এক গাদা কাজ পড়ে আছে। ২ জানুয়ারি থেকে শুটিংয়ে ফেরার কথা। জানি না কীভাবে শুরু করবো। তবে আশার কথা, জি ফাইভ গ্যাপ দিয়ে দিয়ে কাজ করবে। ২ তারিখে স্পটে যাব। যদি শরীর ভালো রেসপন্স করে তাহলে কাজ করবো, নইলে আরও কিছুদিন রেস্টে থাকবো।

সুস্থ হওয়ার আগে তাই নতুন বছর নিয়ে বিশেষ কোনও পরিকল্পনার কথা বলাটা আমার জন্য মুশকিল। শুধু এটুকুই মনে হচ্ছে, ২০২১ সালে বেঁচে থাকাটাই একমাত্র প্রত্যাশা আমার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে