ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সুখবর

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ৩১ ১৮:০৪:১৫
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সুখবর

মালয়েশিয়ান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ তারা এই দেশের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেছেন, ইমিগ্রেশন বিভাগের বেশ কয়েকটি আটক কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের বিদেশী ক’র্মী’দের মাঝে কো’ভি’ড-১’৯ এর প্রা’দুর্ভা’ব একটি নতুন চ্যা’লেঞ্জ, যা দেশের সবাইকে নিয়ে একসাথে সমাধান করতে হবে।

তবে বিদেশিদের ক্ষেত্রে অবশ্যই প’ক্ষপাত করা উচিত নয় এবং স্থানীয়রা তাদেরকে কল’ঙ্কি’ত করে মন্তব্য ও নেতিবাচক দৃষ্টিতে দেখা উচিত নয়। আমাদের দেশের কো’ভি’ড-১’৯ পরিস্থিতি নিরসনে অবশ্যই তাদেরকে সহায়তা করতে হবে। অভিবাসীদের নিচু করে দেখার সুযোগ নেই, তারা আমাদের দেশের উন্নয়নে অবদান রাখছে।

প্রকৃতপক্ষে প্রতিবছর বিদেশি কর্মীদের সাথে স্থানীয়দের পারস্পরিক যোগাযোগ সীমিত আকারে হয়। তবে আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ সহায়তা করছে।

যথাযথ ভাবে তাদের মধ্যে সৃষ্ট কো’ভি’ড-১’৯ সমস্যা সমাধানের জন্য আমাদের শনাক্তকরণ এবং সমাধানের পথগুলো খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদফতরের অফিসিয়াল টুইটার একাউন্টে এক টুইট বার্তায় তিনি এসব কথা তুলে ধরেছেন। তিনি আরও বলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন কা’রাগা’র গু’লোতে ব’ন্দী অ’বৈধ অভিবাসীদের মধ্যে আ’ক্রা’ন্তে’র হার বেড়ে যাওয়ার পর পর নি’রাপ’ত্তা কাজে নিয়োজিত ও সংস্থা গুলোর সহোযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশিকা গুলো মেনে চলার অভ্যাস গড়ে তোলার জন্য তিনি স্থানীয় সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিকদের জানিয়েছিলেন যে, ইমিগ্রেশন

এর ৩ টি কা’রাগারে মোট ৪,৮০৭ জনের কো’ভি’ড-১’৯ স্ক্রিনিং টেস্ট করার পর ৩৮৪ জন অ’বৈধ অভিবাসীকে করোনা প’জিটি’ভ হিসেবে শনা’ক্ত করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে