ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১

অবিশ্বাস্য হলেও সত্য, সঙ্গীবিয়োগে রেললাইনে রাজহাঁস, ৫০ মিনিট বন্ধ ট্রেন চলাচল

২০২০ ডিসেম্বর ৩১ ১৭:২৫:৪১
অবিশ্বাস্য হলেও সত্য, সঙ্গীবিয়োগে রেললাইনে রাজহাঁস, ৫০ মিনিট বন্ধ ট্রেন চলাচল

ইয়াহু নিউজের খবরে বলা হয়, মধ্য জার্মানির কাসেল ও গটিনজেন শহরের মধ্যবর্তী উচ্চ-গতিসম্পন্ন রেলপথ সংলগ্ন এলাকায় বাস করতো রাজহাঁস দুটি। তবে গত ২৩শে ডিসেম্বর তাদের একজন মারা যায়। সঙ্গীর মৃত্যুতে শোকার্ত অপর রাজহাঁসটি মৃত সঙ্গীর পাশেই বসে পড়ে।

কর্মকর্তারা তাকে সেখান থেকে সরানোর নানা চেষ্টা করলেও সে সরেনি। ট্রেন লাইন দখল করে বসে থাকে। যার ফলে সাময়িকভাবে থেমে যায় ট্রেন চলাচল। অবশেষে দমকলকর্মীরা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে মৃত রাজহাঁসটি ও তার সঙ্গীকে নিরাপদ জায়গায় সরাতে সক্ষম হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রায় ৫০ মিনিট ধরে থেমে ছিল ২৩টি ট্রেন। তারা আরো জানায়, উদ্ধার হওয়া জীবিত রাজহাঁসটি সুস্থ আছে ও তাকে ফুলদা নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। বৃটেনের রয়েল সোসাইটি ফর দ্য প্রটেকশন অব বার্ডস অনুসারে, রাজহাঁসরা একজন সঙ্গীর সঙ্গেই জীবন কাটাতে চায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে