ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কপাল খুলেছে নাসিরের, আবারও পেলেন সুযোগ

২০২০ ডিসেম্বর ৩১ ১৭:০৪:০২
কপাল খুলেছে নাসিরের, আবারও পেলেন সুযোগ

এই টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৬ জন ক্রিকেটার। তবে আপাতত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এনওসি না দেওয়ার পক্ষে বিসিবি।

এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিসিবির কর্মকর্তারা জানিয়েছে সকলকে টি টেন ক্রিকেট লিগে খেলতে অনুমতি দিচ্ছে না বিসিবি। ২০২১ সালে কমপক্ষে ৯ টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শুধু তাই নয় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ। পুরো বছর জুড়ে ব্যস্ত সময় পার করবে তারা। যার শুরু হবে আগামী মাস থেকেই। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ।

সেই সিরিজের জন্য ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। টি-টেনে ডাক পাওয়া ৬ জনের ৪ জন অর্থাৎ মোসাদ্দেক-তাসকিন-আফিফ আর মাহেদী বেশ ভালোভাবেই আছেন বিসিবির পরিকল্পনায়। এছাড়াও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে কারণে বিসিবি ওয়ানডে দলের পরিকল্পনায় রয়েছেন মুক্তার আলী।

তাইতো তাদের নিয়ে কোন ঝুঁকি নিতে নারাজ দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আপাতত দৃষ্টি ক্যারিবিয়ান সফরেই। বাংলাদেশ জাতীয় দলের নজরে থাকা ক্রিকেটারদের টি- টেন ক্রিকেট লিগের খেলার অনুমতি দিচ্ছে না বিসিবি।

বাংলাদেশ থেকে একমাত্র নাসির হোসেনকে টি টেন ক্রিকেট লিগে খেলতে অনুমতি দিচ্ছে বিসিবি। তবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নাসির হোসেনকে টি টেন ক্রিকেট লিগে খেলতে দিচ্ছে বিসিবি এটা এক প্রকার নিশ্চিত।

ইতিমধ্যেই এই টুর্নামেন্ট কে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন নাসির হোসেন। এই টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন , শেখ মেহেদী হাসান এবং মুক্তার আলী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে