ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

করোনামুক্ত হয়েও নতুন দুটি শারীরিক জটিলতায় ভুগছেন শুভ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ৩১ ১২:৩১:২৩
করোনামুক্ত হয়েও নতুন দুটি শারীরিক জটিলতায় ভুগছেন শুভ

তিনি লেখেন, গতকাল রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি, তা নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। করোনা থেকে বেরিয়ে এসেছি। পরবর্তীতে সময়ে কমন দুইটি ঝামেলা হয়। একটি হচ্ছে শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও শারীরিক দুর্বলতা। এই দুইটি আমার আছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছি। আমি ঠিক আছি, তবে শ্বাসপ্রশ্বাসের সমস্যাটা একটু জ্বালাচ্ছে। চিকিৎসক যা যা প্রয়োজনীয় টেস্ট দিয়েছেন সবগুলো করিয়েছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই বেশ সচেতন ছিলেন এই অভিনেতা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখেছিলেন। কিন্তু ১২ ডিসেম্বর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান শুভ। এরপর থেকেই নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে