ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বছরের শেষে এসে সাব্বির নাসিরের চমক

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ৩০ ১৩:২০:৩২
বছরের শেষে এসে সাব্বির নাসিরের চমক

গানে সাব্বির নাসিরের ব্যান্ড ‘ব্ল্যাকমুন’র পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন সুদীপ বিশ্বাস দীপ, সাদিকা স্বর্ণা, নয়ন, শেখ শাফি মাহমুদ ও সামী মাহমুদ।

দুটি গানের মধ্যে ‘জানো তো আমি’ গানটির কথা লিখেছেন রাজীব হাসান, সুর করেছেন মুনতাসির তুষার। ‘জানো তো আমি’ গানটি নিয়ে মুনতাসির তুষার বলেন, ‘সাব্বির ভাইয়ের গায়কী খুবই ভালো ছিলো। আমার সাথে যারা বাজিয়েছেন গিটারে আহনাফ, কি-বোর্ডে ইম, বেস গিটারে সোহেল প্রত্যেকে বেশ ভালো বাজিয়েছেন। সালমান অনেক সুন্দর মিক্সড মাস্টারিং করেছেন। গানটি শুনে ও ভিডিওতে দেখে শ্রোতারা উপভোগ করবেন বলে প্রত্যাশা করছি।’

তিনি আরও জানান, এ গানচিত্রের ভিডিওটির গল্পের দুটি কিস্তি তৈরি করা হয়েছে। যার আরেকটি ‘আবোল তাবোল’ শিরোনামের গানের ভিডিওতে। সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি এটি প্রকাশ হয়েছে। এ গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এপিরাসের শেখ শাফি ও শেখ সামী মাহমুদ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

গানটি নিয়ে এপিরাসের শেখ সামী মাহমুদ বলেন, ‘অনেক সময় নিয়েই এ কাজটি করা। অনেকগুলো ভার্সন হয়েছে এ গানটির। অবশেষে একটা ভার্সন অডিয়েন্সের জন্য আমরা ফাইনাল করেছি। এপিরাস থেকে আমরা সব সময় চেষ্টা করি, এমন একটা গান তৈরি করতে যেটা মানুষের নিজের জীবনকেও সম্পৃক্ত করতে পারে। সাব্বির ভাইও বেশ ভালো গেয়েছেন। আর এই মিউজিক ভিডিওতে আমরা অভিনয়ও করেছি। তাই সবকিছু মিলে বেশ ইন্টারেস্টিং একটা কাজ ছিল এটা।’

সাব্বির নাসিরের দুই গানের ভিডিওর নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘দুটি গান নিয়ে একটা শর্ট স্টোরি। বলতে গেলে দুটি গোয়েন্দার গল্প। গানের মধ্যদিয়ে এই স্টোরিটা উঠে এসেছে। এ বছর চারটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি, সব গানই সাব্বির ভাইয়ের। উনি আমার বড় ভাই, খুব ভালো সম্পর্ক আমাদের। আশা করি, দর্শকরা এই মিউজিক্যাল শর্ট স্টোরিটি পছন্দ করবেন।’

গানটি নিয়ে সাব্বির নাসির বলেন, ‘প্রথমে ‘আবোল তাবোল’ গানটি প্রকাশ হয়েছে। এরপর মুনতাসির তুষারের সুরে এবং রাজীব হাসানের কথায় ‘জানো তো আমি’ গানটি প্রকাশ হয়। এটিও একটি রক গান। এ গানে পশ্চিমা স্ক্যাট সিংগিং ব্যবহার করেছি। দুটি গান নিয়েই প্রকাশ হয়েছে আমার মিউজিক্যাল শর্ট ফিল্মটি। অংশু বেশ যত্ন নিয়ে এটি তৈরি করেছেন। আশা করি, সকলে এটি পছন্দ করবেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে