ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নিজের সবচেয়ে প্রিয়োজনকে হারালেন এ আর রহমান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ২৮ ১৬:৩২:১৯
নিজের সবচেয়ে প্রিয়োজনকে হারালেন এ আর রহমান

রহমান বলেছিলেন, সংগীত আমার মায়ের সহজাত প্রবৃত্তি। যেভাবে তিনি চিন্তা করেন এবং সিন্ধান্ত গ্রহণ করেন তাতে স্পষ্ট যে তিনি আমার চেয়ে আধ্যাত্মিকভাবে অনেক উঁচুতে। যেমন, আমার সংগীত জগতে আসার সিদ্ধান্ত মূলত তারই। মাত্র একাদশ শ্রেণিতেই তিনি আমাকে স্কুল থেকে ছাড়িয়ে নেন, আর সংগীতকে গ্রহণ করান। এটা তারই দৃঢ় বিশ্বাস ছিল যে সংগীতই আমার প্রকৃত পথ।

সিনেমাতে যেমন দেখা যায়, মা তার ছেলেকে কত স্বাচ্ছন্দে জড়িয়ে ধরে আদর করেন, মায়ের সঙ্গে সেরকম সম্পর্ক ছিল না রহমানের। মাত্র নয় বছর বয়সে রহমানের (তখন নাম ছিল দিলীপ) বাবা সংগীত ব্যক্তিত্ব আরকে শেখর মারা যাওয়ার পর তার মা করীমা বেগমই (তখন নাম ছিল কস্তুরি শেখর) তাকে বড় করে তুলেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে