ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ক্রিকেট ইতিহাসে ২য় বারের মত যে ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব

২০২০ ডিসেম্বর ২৮ ১৬:২২:২০
ক্রিকেট ইতিহাসে ২য় বারের মত যে ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব

চপ্রথমবার অধিনায়কদ্বয় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। সোমবার বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের ৯৯.৫ ওভারে শর্ট কভারে বল ঠেলে একেবারে সহজাত প্রবৃত্তিতে রান নিতে দৌড়ান রবীন্দ্র জাদেজা।

তাতে সাড়া দেন অজিঙ্কা রাহানে। কিন্তু তা মোটেই রান ছিল না। দ্রুত দৌড়ে গেলেও মার্নাস ল্যাবুশেনের দুরন্ত থ্রো’তে রান আউট হয়ে যান রাহানে। ক্রিজের ঠিক একচুল বাইরে ছিল ব্যাট। ডাইভ দিলে হয়ত পৌঁছে যেতে পারতেন ভারত অধিনায়ক। শেষপর্যন্ত তা হয়নি। এবার রাহানে রান আউট হলেও প্রথম টেস্টের প্রথম ইনিংসের তাঁর ক্ষণিকের ভুল কলে আউট হয়েছিলেন বিরাট কোহলি। অ্যাডিলেডে দিনরাতের সেই টেস্ট ম্যাচে ৭৭ ওভারে নাথান লিঁওয়ের শেষ বল মিড-অফের দিকে ঠেলে এক রান নিতে গিয়েছিলেন রাহানে।

কিন্তু তা সরাসরি জোস হেজেলউডের হাতে গিয়েছিল। কয়েক পা এগিয়ে রাহানে বুঝতে পারেন, তাঁর অনুমান ভুল হয়েছে। কোহলিকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ততক্ষণে নিয়মিত ভারত অধিনায়ক অবশ্য প্রায় অর্ধেক পিচ চলে এসেছিলেন। তার ফলে সহজেই রান আউট করেছিলেন লিঁয়।

১৬ বছর আগেও একইভাবে পাকিস্তান সিরিজে রান আউট হয়েছিলেন ভারতের দুই অধিনায়ক সৌরভ এবং রাহুল। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে রান আউট হয়েছিলেন দ্রাবিড়। একটা বলও খেলেননি তিনি। পরের টেস্টের প্রথম ইনিংসেই পরিবর্ত ফিল্ডার ইমরান নাজিরের সৌজন্যে রান আউট হয়েছিলেন সৌরভ। সেই ম্যাচে ১২৮ বলে ৭৭ রান করেছিলেন ভারত অধিনায়ক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে