ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সবাইকে অবাক করে আইসিসির ওয়নডে দশকসেরা পুরস্কার জিতলেন যে ক্রিকেটার

২০২০ ডিসেম্বর ২৮ ১৫:৩৫:৫৮
সবাইকে অবাক করে আইসিসির ওয়নডে দশকসেরা পুরস্কার জিতলেন যে ক্রিকেটার

টেস্টের দশকসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সময়ের আরেক সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। আইসিসি সোমবার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

আইসিসির পুরস্কারে ভারতেরই জয়জয়কার। দশক সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক ওয়ানডেরও দশক সেরা ক্রিকেটার হয়েছেন। তবে টি-টোয়েন্টির দশক সেরা ক্রিকেটার হিসেবে রয়েছে চমক। এই পুরস্কারটি জিতেছেন আফগান লিগ স্পিনিং অলরাউন্ডার স্পিনার রশিদ খান।

নিকট অতীতে সব ধরনের ক্রিকেটেই আধিপত্য বিস্তার করে খেলেছেন কোহলি। এই সময়ে সব চেয়ে বেশি রান তার। সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজার ৩৯৬! সেঞ্চুরিও বেশি ৬৬, হাফসেঞ্চুরি ৯৪টি। এর স্বীকৃতি হিসেবেই আইসিসির দশকসেরা পুরুষ ক্রিকেটারের সম্মাননা স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জিতেছেন। এদিকে টেস্টের দশকসেরা হয়েছেন অজি তারকা স্টিভেন স্মিথ।

সোমবার ঘোষিত হয়েছে আইসিসি অ্যাওয়ার্ডস। সেই পুরস্কারে মেয়েদের দশকসেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা এলিসা পেরি। ওয়ানডে ও টি-টোয়েন্টিরও দশক সেরা ক্রিকেটার তিনি।

অবসরে চলে যাওয়া মহেন্দ্র সিং ধোনিও জিতেছেন আইসিসির পুরস্কার। তিনি জিতেছেন দশকসেরা আইসিসির স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড।

সহকারী দেশ থেকে দশকসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের কাইল কোয়েটজার। দশকসেরা মেয়ে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কোয়েটজারের স্বদেশি ক্যাথরিন ব্রাইস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে