ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ভারত ২, অস্ট্রেলিয়া ৩, দক্ষিণ আফ্রিকা ২, ইংল্যান্ড ২ ও বাংলাদেশ ১

২০২০ ডিসেম্বর ২৭ ১১:৩১:৩৬
ভারত ২, অস্ট্রেলিয়া ৩, দক্ষিণ আফ্রিকা ২, ইংল্যান্ড ২ ও বাংলাদেশ ১

ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের সেই একাদশে আছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। একাদশে একমাত্র বাংলাদেশি তিনি। অলরাউন্ডার হিসেবে সাকিব ছাড়াও আছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে জায়গা পাননি বর্তমানের সময়ে সাকিবের বড় প্রতিদ্বন্দ্বী বেন স্টোকস।

সাকিব ২০২০ সালে কোনো ম্যাচই খেলেননি। তবে করোনা মহামারীর কারণে এই বছর তেমন খেলাও হয়নি। তাই সাকিবের এক বছরের বিরতি পরিসংখ্যানের দিক থেকে তাকে খুব বেশি পিছিয়ে দেয়নি। ২০২০ সাল হিসেব করেও হার্শা তাই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারকে একাদশে রাখতে বাধ্য হয়েছেন।

একাদশে আছেন কিংবদন্তিরাও। স্যার অ্যালেস্টার কুক, কুমার সাঙ্গাকারা, জেমস অ্যান্ডারসনরা একাদশের জ্বলজ্বলে নাম। কুক-অ্যান্ডারসন ছাড়া ইংল্যান্ডের আর কেউ নেই। সাঙ্গাকারাও একাদশটিতে তার দেশের একমাত্র প্রতিনিধিত্বকারী। অস্ট্রেলিয়া থেকে আছেন সময়ের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ; সাথে পেসার প্যাট কামিন্স। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অশ্বিনের পর একাদশের আরেক ভারতীয়। উইকেটরক্ষক হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, আছেন তার স্বদেশী ডেল স্টেইনও।

একনজরে ক্রিকবাজ এ হার্শা ভোগলের বাছাইকৃত দশক সেরা টেস্ট একাদশ

অ্যালেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে