ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

হুমায়ুন ফরীদি ও সুবর্ণাকে যে উপহার দিয়েছিলেন কাদের

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ২৬ ২৩:৪৩:০৫
হুমায়ুন ফরীদি ও সুবর্ণাকে যে উপহার দিয়েছিলেন কাদের

এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, “১৯৮৬ সালে ফ;রীদি (অভিনেতা হুমা;য়ুন ফরীদি, সাবেক স্বামী) আর আমি ভারত যা;চ্ছিলাম। সেই যাত্রার ফ্লাইট ছিল পরদিন। আগের দিন দর;জায় নক পড়ল। দরজা খুলে দেখি কাদের ভাই দাঁ;ড়িয়ে আছেন ক্যা;মেরা হাতে নিয়ে। তিনি সেটা আমা;দের দিয়ে ব;লেন, ‘ভার;ত যাবা, সুন্দর সুন্দর জায়গা দেখবা আর ছবি তুলবা….। এই হলো কাদের ভাই।”

স্ট্যা;টাসের শেষ অংশে সুবর্ণা মুস্তাফা আরো লিখেছেন, ‘বলার অপে;ক্ষা রাখে না, আমাদের তখন কোনো ক্যা;মেরা ছিল না। কাদের ভাই কেমন করে সেটা জানতে পেরেছিলেন, আজও আমি সেটা জানতে পারি;নি। জীবনের দারুণ এক স্মৃতি সেটা। শা;ন্তিতে থাকুন কাদের ভাই। আমরা সবাই আপনাকে ভালোবাসি।

ক্যান;সারে আ;ক্রা;ন্ত জন;প্রিয় অভিনেতা আব্দুল কাদের রাজধা;নীর এভারকেয়ার হাসপাতালে আজ শনিবার সকাল ৮টা ২০ মিনি;টে শেষ নিশ্বাস ত্যা;গ করেন। তাঁর মৃত্যুতে বিনোদন অঙ্গন;জুড়ে শো;কের ছায়া নেমে এসেছে।

আব্দুল কা;দেরের ম;র;দে;হ আজ দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাংলাদেশ শিল্পক;লা একাডেমিতে নেওয়া হবে শ্রদ্ধা জানা;নোর জন্য। আর বাদ মা;গরিব রাজধানীর বনানী কব;রস্থা;নে জানা;জা শেষে তাঁর ম;রদে;হ দা;ফন করা হবে। তাঁর মরদেহ এভারকে;য়ার হাসপা;তাল থেকে মি;রপুরের বাস;ভব;নে নেওয়া হয়েছে।

কাদেরের প্যা;নক্রি;সের (অগ্ন্যাশয়) ক্যা;নসা;র জটিল আকার ধারণ করলে গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষার পর ১৫ ডি;সেম্বর তাঁকে হাসপা;তালে ভর্তি করা হয়। ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি

হাস;পাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফে;রার পর ২০ ডিসেম্বর স;ন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এ অভিনেতাকে। এরপর তাঁর করোনায় আ”ক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। গতকাল শুক্রবার মধ্যরাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে ‘বদি চরিত্রে

অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে