ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এইবার মধ্যবিত্তের মুখে ফুটল হাসি হু হু করে কমছে সোনার দাম

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ২৫ ১৭:১৫:৩৭
এইবার মধ্যবিত্তের মুখে ফুটল হাসি হু হু করে কমছে সোনার দাম

সোনায় সোহাগা ২০২০। কারণ মঙ্গলবারের পর ফের বুধবার পরলো সোনার দর।

করোনা আবহে একদিকে বাজারে বর্তমানে ঢুকতে ভয় পাচ্ছে ক্রেতারা। আলু থেকে পেঁয়াজ ডাল থেকে চাল সব কিছুরই দাম বেড়ে গিয়েছে। কিন্তু সেখা’নে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সোনার দর।বিয়ের মরসুম আগত। এখন যদি চলতি বছরের শুরুর দিকের মত সোনার দাম থাকত তাহলে হয়তো কপালে আকাশ ভেঙ্গে পড়ার জোগাড় হত সকলের। সে দিক থেকে বেশ কিছুটা নিশ্চিন্তে আছে সোনা প্রেমীরা। কারণ ধবার অনেকটা’ই কমে গিয়েছে সোনার দর। বলে রাখি, গত সেশনেও ১০ গ্রাম সোনার দাম কমেছিল ৯০০ টাকা। এবার আসুন দেখে নেওয়া যাক বুধবার ঠিক কত’টা কমেছে সোনার দর। এমসিএক্স সূচকে গোল্ড ফিচারে ১০ গ্রাম সোনার দাম কমেছে ০.২১ শতাংশ।

এদিন ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম যাচ্ছে ৪৮,৪৮৫ টাকা। অন্য’দিকে ২৪ ক্যারেট সো’নার ১০ গ্রামের দাম যাচ্ছে ৫২,৪৮০ টাকা।

উল্লেখযোগ্য বিষয়, গত আগস্ট মাস থেকে ১০ গ্রামে ৬০০০ টাকারও বেশি কমেছে সোনার দর।এবার আসা যাক রুপোর প্রসঙ্গে। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। একধাক্কায় রুপোর দাম কমে ১ কেজি রূপোর আজকের দাম যাচ্ছে ৫৯,৪৬০ টাকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে