ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

এইবার ক্রিকেট মাঠ ছেড়ে পর্দায় ডন-২ ছবিতে ক্রিকেটার ওয়ার্নার

২০২০ ডিসেম্বর ২৩ ১৭:৫৫:২২
এইবার ক্রিকেট মাঠ ছেড়ে পর্দায় ডন-২ ছবিতে ক্রিকেটার ওয়ার্নার

শাহরুখ খানের ‘ডন-২’ ছবির একটি দৃশ্য নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার। রিফেস অ্যাপের মাধ্যমে শাহরুখের জায়গায় নিজের মুখ বসিয়ে নিয়েছেন তিনি। সেই দৃশ্য দেখেই আপ্লূত ওয়ার্নারের ভক্তরা। তাদের আবদার এবার বলিউডে আসুন ওয়ার্নার। সম্পর্কিত খবর ছিটকে গেলেন ওয়ার্নার-অ্যাবটদ্বিতীয় টেস্টের ওপরই সিরিজের ভবিষ্যৎ: বার্নসএটিই বিশ্বের ‘নিঃসঙ্গতম বাড়ি’

অস্ট্রেলিয়ার ওপেনার মাঝেমধ্যেই এমন বলিউড সিনেমার ভিডিওতে নিজের মুখ বসিয়ে পোস্ট করেন। ভক্তদের চ্যালেঞ্জ ছুড়ে দেন ছবির নাম বলার জন্য। এবারের ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মারপিটের দৃশ্য।

সেই জন্য পোস্টের তোলায় ওয়ার্নার লিখে দিয়েছেন, দুঃখিত এই হিংস্রতার জন্য। তবে মনে হয় না এইটা আপনারা পারবেন।

যদিও ভারতীয় দর্শক এবং শাহরুখভক্তরা সহজেই বলে দিয়েছেন সিনেমার নাম।

প্রথম টেস্ট খেলতে পারেননি ওয়ার্নার। দ্বিতীয় টেস্টের আগেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। মাঠে নামার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তারই মাঝে চলছে ভক্তদের মনোরঞ্জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে