ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফি খেলবে কিনা বিস্তারিত বললেন সুজন

২০২০ ডিসেম্বর ২৩ ১০:৪৯:১৫
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফি খেলবে কিনা বিস্তারিত বললেন সুজন

তবে তিনি দলে আদৌ থাকবেন কিনা তা নিয়ে নির্বাচকদের ওপরই নির্ভর করছে। তাইতো মাশরাফিকে নিয়ে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

মাশরাফি কোন পদে আছে, সেটা মূখ্য বিষয় নয়। এখনও তার পারফরম্যান্স যদি বলে তার যোগ্যতা আছে, তাহলে সে খেলবে, এমনটা মনে করছেন সুজন। তিনি বলেন, “মাশরাফি কি হয়ে গেছে, এমপি না কি, এসব বিষয় না। যেহেতু সে এখনো ক্রিকেট খেলছে, তার পারফরম্যান্স যদি বলে তার যোগ্যতা আছে জাতীয় দলে খেলার, অবশ্যই সে খেলবে। এখন সে অধিনায়ক নয় বলে যে ক্রিকেট খেলবেনা এমন তো কোন কথা নেই। ওর যদি পারফর্ম থাকে খেলবে আবার।”

এছাড়া মাশরাফি অবসরে যাবেন কিনা, সেটা মাশরাফির সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি। সুজন আরও বলেন, “নির্বাচকদের দায়িত্ব তাকে নির্বাচন করবে কিনা, কোন ফরম্যাটে করবে বা করবে না। একজন খেলোয়াড় নিজে সিদ্ধান্ত নিবে অবসরে যাবো নাকি খেলবো আরও। সেটা মাশরাফি ঠিক করবে। আমাদের মনে হয়না এটা আমাদের ঠিক করে দেওয়া উচিত। ওর ক্যারিয়ার ওর জীবন, সে কখন শেষ করতে চায় ও সেটার ভালো বিচারক।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে