ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ভারতকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ২২ ১২:২৮:৪৫
ভারতকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

বিভিন্ন দেশের ১৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ডোমেস্টিক ডেজার্ট লীগ টুর্নামেন্ট ২০২০। পাকিস্তান সহ বিভিন্ন দেশের বড় বড় দলকে পেছনে ফেলে ফাইনালে ওঠে প্রবাসী দল জিলিব নাইট রাইডার্স। ফাইনালে প্রথম ব্যাট করে ভারতের দলটি সংগ্রহ করে ১১৩ রান। ফলে বাংলাদেশের প্রবাসী দলের সামনে টার্গেট দাঁড়ায় ১১৪ রান। যে টার্গেট পার করতে খুব একটা কষ্ট হয়নি জেকেআরের। চার উইকেট হারিয়ে ১৪ ওভারেই জয়ের বদরে পৌঁছায় প্রবাসী দলটি।

ফাইনালে সেরা ব্যাটসম্যান হয়েছেন চ্যাম্পিয়ন দলের আল আমিন ও ম্যাচ সেরা হয়েছেন একই দলের কাউসার।

খেলা শেষে কুয়েতের সোলাইবিয়া কেসিসি গ্রাউন্ডে পুরস্কার বিতরণ করা হয়। জিলিব নাইট রাইডার্স এর হয়ে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন অধিনায়ক আজিজ। তিনি জানান, দলগত পারফরম্যান্স ও সবার মধ্যে আত্মবিশ্বাস ছিলো বলেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তার দল। এছাড়া দলের অন্যান্য কর্মকর্তারাও খুশি প্রবাসী দল চ্যাম্পিয়ন হওয়ায়।

জিলিব নাইট রাইডার্স অধিনায়ক আজিজ বলেন, 'আমাদের বুকে সাহস ছিলো। আত্মবিশ্বাস ছিলো আমরা চ্যাম্পিয়ন হবো। সবাই মিলে চেষ্টা করেছি। আর এজন্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।'

জিলিব নাইট রাইডার্স কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, 'বিদেশী দলগুলোকে হারিয়ে আমরা ফাইনাল খেলেছি। চ্যাম্পিয়ন হয়েছি। খুব ভালো লাগছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়।'

বিদেশের মাটিতে বিদেশী খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দীতা করে বাংলাদেশীরা জয়ী হয়েছে। এ জয়ে বিদেশের মাটিতে আবারো বাংলাদেশ সুনাম বয়ে আনলো বলে মনে করেন প্রবাসীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে