ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

কুয়েতে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ২১ ২২:৪৫:২৮
কুয়েতে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

কোভিড-১৯ মহামারি রুখতে দীর্ঘ প্রায় ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, আগামী জানুয়ারি থেকেই অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে তারা।

এরই মধ্যে, স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী বিমান চালুর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

বিমান চালুর ঘোষণায়, স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এতে দীর্ঘদিন ধরে দেশে আটকেপড়া সাধারণ শ্রমিকসহ গৃহকর্মীরা কুয়েতে নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবে বলে মনে করছেন তারা।

প্রবাসী বাংলাদেশিরা জানান, ফ্লাইট চালু হওয়ার খবরে আমরা অনেক খুশি। আমাদের মধ্যে অনেকে দেশে গিয়ে আটকা পড়েছেন তারাও নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেনে।

এরই মধ্যে অন্যান্য এয়ারলাইন্সে করে ভারত ও ফিলিপিন্স থেকে কুয়েতে ফিরতে শুরু করেছে গৃহকর্মীরা। বাংলাদেশে আটকেপড়া গৃহকর্মীদেরও আগামী ২৪ ডিসেম্বর থেকে কুয়েতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়।

তবে এ ক্ষেত্রে ফেরার পর ১৪ দিনের কো;য়ারেন্টিনের পরিবর্তে ৭ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার সু;পারিশ করেছে সিভিল অ্যা;ভিয়েশন কর্তৃপক্ষ।

কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি রয়েছেন। করোনার কারণে ছুটিতে দেশে ফিরে এ পর্যন্ত আটকা পড়েছেন প্রায় ১৪ হাজার প্রবাসী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে