ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

গতকাল অ্যাডিলেড টেস্টে ছেঁড়া জুতা পরে খেলেছেন মোহাম্মদ শামি কারণ জানলে অবাক হবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ২০ ১১:২৮:৪২
গতকাল অ্যাডিলেড টেস্টে ছেঁড়া জুতা পরে খেলেছেন মোহাম্মদ শামি কারণ জানলে অবাক হবেন

ম্যাচ চলাকালীনই শামির জুতোয় ক্যামেরার নজর পড়ে। সেখানে দেখা যায় যে তাঁর বাঁ পায়ের জুতোটা সামনের দিক থেকে ফেটে গেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়া এবং শেন ওয়ার্ন কমেন্ট্রি করার সময়েই তাঁদের এই বিষয়টা নজরে আসে।

অনেকেই ভাবছিলেন, হয়ত খেলার মাঝেই জুতো ছিঁড়ে গিয়েছে তাঁর। হয়ত নজরেই আসেনি তারকা পেসারের। তবে না, মহম্মদ শামি ইচ্ছাকৃতভাবেই ছেঁড়া জুতো পড়ে বোলিং করছেন। এমনটাই খোলসা করলেন স্বয়ং শেন ওয়ার্ন। জানালেন, নিজের বোলিং অ্যাকশনের কারণেই এমনটা করছেন শামি।

শেন ওয়ার্ন বলেন, স্বামীর হাই আর্ম অ্যাকশন। তাই বল হাত থেকে রিলিজ করার পর বাঁ পায়ের গোড়ালিতে আরো স্পেস প্রয়োজন হয়। যাতে সেই সময় অবাঞ্ছিত চোট না লাগে, সেই কারণেই জুতো ইচ্ছা করে ছিঁড়ে দিয়েছেন শামি। এতে বল রিলিজ করার সময় বাঁ পায়ের ল্যান্ডিংয়ে কাঙ্খিত স্পেস পেয়ে যান তিনি। ওয়ার্ন পরে মজা করে জানান, ব্যাট করার সময় নিশ্চয় শামি এই শু পড়ে নিশ্চয় নামবেন না। কারণ অজি বোলাররা পা লক্ষ্য করে নিখুঁত ইয়র্কার দিতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে